fbpx

চাল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চালের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে চাল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। এর আগে চাল আমদানিতে ৬২ দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিতে হলেও বর্তমানে দিতে হবে ২৫ শতাংশ।

২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

চাল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

 

 

 

 

 

 

 

 

 

মন্ত্রী জানান, বৈধ চাল আমদানিকারকরা ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আমদানির আবেদন করবেন। সেখান থেকে মন্ত্রণালয় কাকে কী পরিমাণ আমদানি করতে দেবে সেই সিদ্ধান্ত জানাবে। অনুমোদন পাওয়ার পর কে কী পরিমাণ আমদানি করেছে সেই হিসাবও রাখা হবে।

ডিসেম্বরেই ভারত থেকে আরও ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply