fbpx

চিনতে পারছেন, ইনি কে ?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ছবিটা দেখে হঠাৎ করে চেনা যায়? চিনতে অন্তত ১০ সেকেন্ড সময় লাগবে! বলুন তো ইনি কে? হ্যাঁ তিনি বাংলাদেশের চির পরিচিত মুখ নগরবাউল জেমস!

বাংলাদেশের রক সঙ্গীতের পথিকৃত জেমস। যার হাত ধরে বাংলাদেশের সঙ্গীত পৌঁছে গেছে অন্য উচ্চতায়। শুধু দেশেই নয় দেশের বাইরেও যিনি বাংলাদেশের গানকে নিয়ে গেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসের এই নতুন রুপের ছবিটি ছড়িয়ে পড়ে। তবে এই ছবিটি সত্যি নয়।
সমগ্র বিশ্বের নতুন আলোচনার বিষয়বস্তু হচ্ছে এ আই, যা কৃত্তিম বুদ্ধিমত্তা নামেও পরিচিত। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের চেহারাকে নতুন নতুন রুপ দেওয়া যায়। সেই এ আইয়ের মাধ্যমেই জেমসের এমন রুপের ছবিটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার জেমস, সঙ্গীত শিল্পী অর্নবসহ প্রায় ১২ জনের এ আই ছবি তৈরি করেছেন সঙ্গীত শিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।

অভিষেক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে তার বর্ণনায় জানান, মূলত যেসব শিল্পীদের গান শুনতে পছন্দ করেন তাদের মধ্য থেকেই এ আই দিয়ে কয়েকজনের ছবি বানিয়েছেন।

তেমনই এক ছবিতে জেমসকে দেখা যায়, অনেকটা বুড়ো বয়সে গিটার হাতে বসে আছেন।

Advertisement
Share.

Leave A Reply