fbpx

চীনে তীব্র ঠান্ডায় অন্তত ২১ দৌড়বিদের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে আল্টাম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলাকালে তীব্র ঠান্ডা আবহাওয়ায় মারা গেছেন ২১ দৌড়বিদ। শনিবার উত্তরপশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

রবিবার স্থানীয় কর্মকর্তাদের এক বিবৃতিতে জানানো হয়, দুপুরের দিকে পার্বত্য একটি এলাকায় শীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ওখানে থাকা দৌড়বিদসহ অন্যান্যদের উদ্ধারে ১২শ উদ্ধারকর্মী অভিযান শুরু করেছে। তারা থার্মাল ইমেজিং ড্রোন, রাডার ডিটেক্টর, খনন যন্ত্র নিয়ে অভিযানে নামে। তবে দুর্গম ও জটিল ভূমিরুপের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

জানানো হয়েছে এখানে মোট ১৭২ জন প্রতিযোগী ছিলেন। রবিবার সকালে আট জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার  সকালে বাইয়িন শহরের ইয়েলো রিভার স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা।

Advertisement
Share.

Leave A Reply