fbpx

চীনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মারা গেছেন অন্তত তিন জন। আহত হয়েছেন আরও ২৮ জন।

দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ইউনান প্রদেশে ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ইয়াংবি কাউন্টির দুই জন ও ইয়ংপিং কাউন্টির এক জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর কমপক্ষে দুইবার পরাঘাত অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে প্রথম ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর শনিবার সকালে ওই এলাকা থেকে ১২শ কিলোমিটার দূরের কিনঘাই প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউনানের প্রাদেশিক সরকার জানিয়েছে, সেখানে কিছু ভবন ধসে পড়েছে।  কিছু ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  ওই এলাকায় এক লাখের বেশি মানুষ বসবাস করে। ভূমিকম্পের পর ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, ২০১০ সালে কিনঘাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিন হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply