fbpx

চীন আমাদের গণতন্ত্রে নাক গলানোর চেষ্টা করছে : ট্রুডো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কানাডার নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় চীন হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম টরোন্টো সানের খবরে বলা হয়েছে, তবে কানাডার গোয়েন্দারা চীনের এ অপতৎপরতা ঠেকাতে প্রস্তুত রয়েছে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা বিভাগের কিছু নথি নিয়ে আলোচনা প্রসঙ্গে এসব কথা বলেন ট্রুডো। তিনি বলেন, কয়েক বছর ধরেই দেখছি, চীন আমাদের গণতন্ত্রে নাক গলানোর চেষ্টা করছে, এমনকি প্রভাব খাটাতে চাইছে নির্বাচনেও।

তবে কানাডা বিষয়টি নিয়ে সচেতন জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা ও নিরাপত্তা এজেন্সিগুলো চীনের অপতৎপরতা মোকাবেলায় উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Advertisement
Share.

Leave A Reply