fbpx

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে আসছে গুগলের ‘বার্ড’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চালু করছে গুগল।

গুগলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে তাদের নিজস্ব কিছু পরীক্ষক সেটা পরীক্ষা করে দেখবেন। গুগলের বিদ্যমান বৃহত্তম ভাষা মডেল ল্যামডাতে তৈরি করা হয়েছে চ্যাটবটটি।

বার্ডের বিষয়ে একজন প্রকৌশলী জানিয়েছেন, এটার যোগাযোগ প্রক্রিয়া এতটাই মানুষের মতো যে, তিনি মনে করেছিলেন এটা মানুষের মতো সংবেদনশীলও।

গুগল তার বর্তমান সার্চ ইঞ্জিনের জন্য নতুন এআই টুলস ঘোষণা করেছে।

গুগলের সিইও সুন্দর পিচাই একটি ব্লগে লিখেছেন, ‘আমাদের বৃহৎ ভাষা মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের পরিধিকে একত্রিত করতে চায় বার্ড।’

পিচাই আরও জানান, তিনি গুগলের এআই পরিষেবাগুলোকে ‘সাহসী এবং দায়িত্বশীল’ করতে চান।’

Advertisement
Share.

Leave A Reply