fbpx

ছুটি কাটাতে গিয়ে আগুনে ৯ প্রতিবন্ধীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফ্রান্সের পূর্বাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে ছুটি কাটানোর একটি বাড়িতে (হলিডে লজ) অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডে মৃত সবাই প্রতিবন্ধী। স্থানীয় কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানায়।

স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে বাড়িটির অবস্থান। এই ১১ জনসহ মোট ২৮ জন ছুটি কাটাতে ন্যানসি শহর থেকে গাড়িতে দুই ঘণ্টার দূরত্বে এখানে বেড়াতে এসেছিলেন।

একটি দাতব্য সংস্থা বাড়িটি ভাড়া নিয়েছিল। সংস্থাটি মানসিক প্রতিবন্ধীদের বিভিন্ন কিছু শিখিয়ে থাকে।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

ফ্রান্সের পূর্বাঞ্চলের হাউত-রিন প্রিফেকচারের সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে বলেন, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার ব্রিগেডের উদ্ধার

অভিযানে নেতৃত্বদানকারী ফিলিপ্পি হাওউইলার এএফপিকে বলেন, এখনো নিখোঁজ দুজনের সন্ধান চলছে।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে ট্র্যাজেডি বলে মন্তব্য করেছে। তিনি ভুক্তভোগীদের পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Advertisement
Share.

Leave A Reply