fbpx

ছুটি শেষে খুলেছে ব্যাংক-পুঁজিবাজার, চলছে লেনদেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার। স্বাভাবিক নিয়মেই চলছে লেনদেন।

সোমবার আগের নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে চালু হওয়া ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত।

অন্যদিকে পুঁজিবাজারের স্বাভাবিক সময়ের মত সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়েছে, যা চলবে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।

ঈদের ছুটি শুরু হওয়ার আগে লেনদেনের এই সূচি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এবারে ঈদের ছুটি শুরু হয়েছে কার্যত ১৯ এপ্রিল শবে কদরের ছুটি থেকেই। কারণ শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস পড়েছিল ২০ এপ্রিল; ওই একটি দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। তাই ঈদ ঘিরে সরকারি অফিসের সঙ্গে টানা ৫ দিনের ছুটি হয় ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে।

Advertisement
Share.

Leave A Reply