fbpx

জনগণের ভোটে যারা জয়ী হবে, তারাই সরকারে আসবে-প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন শেষে গেলো রবিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর শেষে মঙ্গলবার গণভবনে প্রথমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরে ব্রিকস সম্মেলনসহ কোন কোন কর্মসূচিতে অংশ নিয়েছেন, কার কার সঙ্গে বৈঠক করেছেন, সফরের অর্জন নিয়ে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে দেওয়া নোবেল বিজয়ীদের চিঠি সম্পর্কে প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিন্ডিকেটের ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

এই সংবাদ সম্মেলনেই একজন সাংবাদিকের প্রশ্ন করেন, অনেকেই আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক দেখতে চায়। অংশগ্রহণমূলক করতে আপনি কী উদ্যোগ নেবেন?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণটা কার অংশগ্রহণ? আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে। সেই ভোটে যারা জয়ী হবে, তারা সরকারে আসবে।’

বিরোধী দলের অংশগ্রহণ প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোর, ভোট ডাকাতদের? দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, একাত্তরের যুদ্ধাপরাধী—তাদের অংশগ্রহণ? এটা কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে। আর অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না।’

বিএনপির প্রসঙ্গে বলতে গিয়ে আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বিএনপি তো মাত্র ৩০টা সিট (সংসদের আসন) পেয়েছিল। এর পর থেকে তারা তো আর ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তারা শুধু বাণিজ্য করে নমিনেশন বেচে।’

‘হয়তো নমিনেশন বেচবে, বাণিজ্য করবে। কিছু টাকা গুলশান অফিসে,আর মোটা অঙ্ক যাবে লন্ডনে। এই তো নির্বাচনে অংশগ্রহণ। এরপর নিজেরাই ভোটকেন্দ্রে একটা সমস্যা বাধিয়ে বলবে, এই তো আমরা ইলেকশন করতে পারলাম না। উইথড্র (প্রত্যাহার) করলাম। এখন অংশগ্রহণ অংশগ্রহণ করে যারা অস্থির হচ্ছে, তাদের কাছে আমার এটিই প্রশ্ন।’

নির্বাচনে অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণের কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যতগুলো উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হলো, জনগণ কি অংশগ্রহণ করেনি? অংশগ্রহণ তো করেছে। সেটাই তো অংশগ্রহণমূলক নির্বাচন হলো।‘

Advertisement
Share.

Leave A Reply