fbpx

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনসমাবেশের মাঝে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। তবে তাকে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় সরিয়ে নিয়েছেন নিরাপত্তাকর্মীরা। খবর বিবিসি।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে ওয়াকাইয়ামার মৎস্য বন্দর পরিদর্শন শেষে বক্তৃতা দিতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী কিশিদা। এমন সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন নিরাপত্তাকর্মীরা।

স্থানীয় নির্বাচন ঘিরে এই এলাকায় গিয়েছিলেন ফুমিও কিশিদা।

একজন প্রতক্ষ্যদর্শী জানান, এক ব্যক্তিকে কিছু একটা ছুড়তে দেখেছিলেন। আরেকজন জানান, বিকট বিস্ফোরণের শব্দ শুনেছিলেন।

জাপানের গণমাধ্যম এনএইচকে প্রত্যক্ষদর্শী এক নারীকে উদ্ধৃত করে, ‘আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার বুক এখনো ধড়ফড় করছে।’

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, কেউ একজন বলেছিল যে বোমা ছোড়া হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনার আগেই আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করেছিল।

ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর বেশি কোনো মন্তব্য করতে তারা রাজি হয়নি।

ফুমিও কিশিদার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হিরোশি মরিয়ামা বলেন, ‘নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন ঘটনা দুঃখজনক। এটি একটি অমার্জনীয় বর্বরতা।’

গত বছর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে জনসভায় গুলি করে হত্যা করা হয়। এক বছরের মধ্যে পুনরায় এমন ঘটনা ঘটল।

Advertisement
Share.

Leave A Reply