fbpx

জেরুজালেমে দ্বিতীয় রাতের মতো সহিংসতা, আহত দুই শতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জেরুজালেমে দ্বিতীয় রাতের মতো ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে ২০৫ জন ফিলিস্তিনি ও এক ইসরাইলি কর্মকর্তা রয়েছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা আহতদের সংখ্যা নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, পুরনো শহর দামেস্ক গেটের কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তারা ইসরাইল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। জবাবে পুলিশ কর্মকর্তারা স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে।

স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে, পশ্চিম জেরুজালেমের শেখ জাররাহ শহর থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে ইসরাইল- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় দুইশ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরাইলি পুলিশ আহত হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply