fbpx

‘টিএসসিতে থাকবে না কোনো অবৈধ ভ্রাম্যমাণ দোকান’  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় কোনো বৈধ ভ্রাম্যমাণ দোকান নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। অচিরেই ক্যাম্পাস এলাকায় কোনো ভ্রাম্যমাণ দোকান থাকবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এই অভিযান চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। দোকানিদের দ্রুত সময়ের মধ্যে তাদের দোকানগুলো তুলে নিতে নির্দেশ দেয় প্রক্টরিয়াল বডি।

আর টিএসসির পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের দোকানিদের সব দোকান তুলে দিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ কোনো স্থাপনা থাকবে না, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। এখন করোনা মহামারি চলছে। এ সময়ে ক্যাম্পাসে বিশাল জমায়েত হচ্ছে শুধু খাদ্যকে কেন্দ্র করে। খাদ্য, অবৈধ সমাগম, অবৈধ ব্যবসা ইত্যাদি কারণে করোনার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে ক্যাম্পাস থেকে এখন এগুলো সরাতে হচ্ছে।’

ঢাবির প্রাণকেন্দ্র টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনেক ভ্রাম্যমাণ দোকান বসে। এসব দোকানে চা-সিগারেট, কলা–বিস্কুট, চটপটি, ফুচকা, চপ, সিঙাড়া, পেঁয়াজুসহ নানা ধরনের খাবার বিক্রি করেন দোকানিরা। চায়ের টুং টাং শব্দে জমে ওঠে আড্ডা। শুধু ঢাবিরই নয়,বাইরের হাজার হাজার মানুষ ছুটে আসে টিএসসিতে। করোনাকালের শুরুর দিকে কিছুদিন বন্ধ থাকলেও পরে এই আড্ডা আবার শুরু হয়।

বিধিনিষেধ শেষ হওয়ার পর টিএসসি যেনো আগের রূপে ফিরে এসেছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও বন্ধ নেই মানুষের আনাগোনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব দোকানের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply