fbpx

টুইটারে চালু হতে যাচ্ছে সোয়াইপ ফিচার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডেটিং অ্যাপগুলোর মত ‘সোয়াইপ’ করার ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। এই ফিচার চালু হলে রেকমেন্ডেড টুইট, ফলোড টুইট, ট্রেন্ড আর টপিক’-এর মত ভিন্ন ভিন্ন শ্রেণিভুক্ত পোস্টগুলো ডানে-বামে সোয়াইপ করে দেখতে পারবেন ব্যবহারকারীরা।

জানুয়ারি মাস থেকেই নতুন নেভিগেশন ফিচারটি চালু হবে বলে জানিয়েছেন টুইটারের মালিক এবং বর্তমান সিইও ইলন মাস্ক।

ডিসেম্বরের শুরুতেই মাস্ক ফিচারটি সম্পর্কে হালকা আভাস দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, মূল টাইমলাইনে আপনি যে ‘টপ, লেটেস্ট, ট্রেন্ডিং ও টপিক’ ফলো করেন, তা সহজে সোয়াইপ করে দেখার সুযোগ থাকা উচিত।

বর্তমানে টুইটার ব্যবহারকারীরা টাইমলাইন স্ক্রল করে টুইট দেখতে পারেন। এই ফিচারে টুইটগুলোকে ক্রমানুসারে দেখা যায়। ‘হোম’ টাইমলাইনে স্ক্রিনের ওপরের ডান দিকে থাকা স্টার আইকনে চাপলে ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী টুইটগুলো দেখা যায়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, নতুন নেভিগেশন ফিচারের সুবাদে ভিউ বাড়বে প্ল্যাটফর্মের; ব্যবহারকারীদের জন্যেও ফিচারটি তুলনামূলক সুবিধাজনক হবে। বর্তমানে টুইটারে যেসকল নতুন ফিচার চালু হয়েছে, এর মধ্যে নতুন নেভিগেশন ফিচারটিকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভার্জ। তবে, এতে ব্যবহারকারীদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে বলেও মনে করছে তারা।

Advertisement
Share.

Leave A Reply