fbpx

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এসময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল জাতির পিতার প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করে।

এরপর জাতির পিতাসহ ১৫ই আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যগণ ছাড়াও মন্ত্রিসভার সদস্যবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

দুপুর ১টার দিকে বিশেষ দোয়া ও মোনাজাত হবে। দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply