fbpx

টুয়েলভথ ফেলে বাবার ম্যাজিক, মাঠে ছেলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাবা বলিউড পরিচালক বিধু বিনোদ চোপড়া আলোড়ন তুলেছেন সহ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টুয়েলভথ ফেল’ দিয়ে। অপরদিকে ছেলে ছেলে অগ্নি চোপড়া ব্যাট হাতে মাঠ মাতাচ্ছন।

ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রামের গল্পে নির্মিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’ নিয়ে তুমুল হইচই পড়ে গেছে। সত্য ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে বাহবা কুড়াচ্ছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া।

ভারতের মধ্যপ্রদেশের চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ। সেই কাহিনি ‘টুয়েলভথ ফেল’ উপন্যাসে তুলে ধরেছিলেন লেখক অনুরাগ পাঠক। তা থেকেই চিত্রনাট্য সাজান বিধু বিনোদ চোপড়া। সবার মুখে মুখে এখন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার গল্প।

অপর দিকে, চোপড়ার ছেলে অগ্নি রঞ্জি ট্রফির অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। মিজোরামের হয়ে খেলছেন অগ্নি। মিজোরামের ম্যাচ ছিল সিকিমের সঙ্গে। সেই ম্যাচেই অগ্নি ১৭৯ বলে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ম্যাচটা হেরে যায় মিজোরাম। কিন্তু নজর কাড়েন অগ্নি। তার ব্যাট গর্জে ওঠে।

সিকিম প্রথম ইনিংসে করেছিল ৯ উইকেটে ৪৪২ রান। মিজোরামের প্রথম ইনিংস শেষ হয় ২১৪ রানে। দলের ৭৫ শতাংশ রানই করেন অগ্নি। দ্বিতীয় ইনিংসে অগ্নি মাত্র ৭৪ বলে ৯২ রান করেন। সিকিম ম্যাচটা ৪ উইকেটে জিতে নেয়। হেরে গেলেও অগ্নির ব্যাটিং প্রশংসিত হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম অগ্নির। মুম্বাইয়ের জুনিয়র দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীকালে মিজোরামের হয়েই খেলতে দেখা যায় অগ্নি চোপড়াকে। গতবছরের অক্টোবরে মিজোরামের হয়ে প্রথম ম্যাচ খেলেন অগ্নি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে মাত্র ৫ রান করেছিলেন অগ্নি। এক মাস পর চণ্ডীগড়ের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে ১৫ রান করেছিলেন অগ্নি।

Advertisement
Share.

Leave A Reply