fbpx

ট্রাকচালক-খালাসিদের ওপর চড়াও শ্রমিকরা: ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতীয় ট্রাকচালক ও খালাসিদেরকে মারধরের জেরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।

সোমবার রাতে ভোমরা স্থলবন্দর এলাকায় স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে শ্রমিকদের সঙ্গে বন্দরের খালাসি ও ভারতীয় ট্রাকচালকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয় এবং সাতজন ভারতীয় ট্রাকচালক ও খালাসি আহত হন।

আহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের ট্রাকচালক বাবলু সরদার, লাকুদাহ গ্রামের মৃত্যুঞ্জয় দাশ, শহিদুল সরদার, রাজু সরদার এবং খালাসি প্রবীর সরদার, জহিরুল ও সত্য মণ্ডল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, সোমবার রাতে ট্রাকচালকদের মারপিটের অভিযোগ এনে ভারতীয় ট্রাকচালক ও খালাসিরা ধর্মঘট করছেন। এ নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোমরা বন্দর-সংশ্লিষ্ট স্থানীয়রা জানায়, ভালো সড়ক দিয়ে চলাচল করা নিয়ে ভারত থেকে পণ্য নিয়ে আসা কয়েকটি ট্রাকের চালক ও খালাসির সঙ্গে গতকাল রাতে বন্দর এলাকায় স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে শ্রমিকদের বাক বিতণ্ড হয়। এক সময়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply