fbpx

ডলারের বিপরীতে আবারও কমেছে টাকার মান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ব্যাংক এখন প্রতি ডলার ১০৪ দশমিক ৫ টাকা করে বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। কিছু দিনের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও একবার কমেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ধীরে ধীরে ডলারের সাথে টাকার বিনিময় হার সমন্বয় করছি। এ সময় তিনি বলেন, বাজারের চাহিদা ও সরবারহের সাথে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষে টাকার মান কমানো হয়েছে।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছিল কেন্দ্রিয় ব্যাংক। তখন প্রতি ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৩ টাকা করা হয়েছিল। আন্তব্যাংক লেনদেন এ প্রতি ডলারের দাম ১০৭ টাকা উঠেছিল ৩০ এপ্রিল।

দেশের রপ্তানি ও রেমিটেন্স থেকে সামগ্রিক আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ার কারণে গত এক বছরে ডলারের বিপরীতে অনেকটা চাপে আছে টাকা। এ কারণেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমতে থাকে।

গত ৩০ এপ্রিল রিজার্ভ ৩১ বিলিয়ন এর নিচে নেমে যায়। ঠিক এক বছর আগে এই দিনে রিজার্ভ মজুদ এর পরিমাণ ছিল ৪৪ দশমিক ০১ বিলিয়ন ডলার।

Advertisement
Share.

Leave A Reply