fbpx

ডলার নিয়ে কারসাজি: ছয় ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডলার নিয়ে কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফার অভিযোগে ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

বুধবার এই ব্যাংকগুলোর এমডিদের কাছে এ চিঠি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। এই ছয় ব্যাংক হলো- ডাচ বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ছয় এমডিকে নোটিশ দেওয়া হয়েছে। কারা দায়ী, তা জানাতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরেকটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের আয় খাতে ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা নেয়া যাবে না।

এর আগে এই ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। মার্কিন ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply