fbpx

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটারের ও বেশি এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

৯ জুলাই (শনিবার) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের বাওইখোলা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন দাঁড়িয়ে আছে।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানায়, গতকালের মতো আজও সেতুর উভয় প্রান্তে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। রাতে সেতুর ওপরেও যানজট ছিল। এর কারণে সেতুর টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টা থেকে সেতুর ওপর দিয়ে ধীরে ধীরে গাড়িগুলো পার হতে শুরু করেছে। কিন্তু, সেতুর উভয় প্রান্তে তীব্র যানজট অব্যাহত রয়েছে।

এ দুর্ভোগে নাজেহাল ঘরমূখী মানুষ তারা বলছেন যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। আর এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তাও তারা নিশ্চিত নন।

Advertisement
Share.

Leave A Reply