fbpx

ঢাবিকে ৭৭ লাখ ১৪ হাজার টাকা অনুদান দেবে জাপান দূতাবাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপান দূতাবাসের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, জাপান দূতাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম-এর উন্নয়ন এবং শ্রেণিকক্ষ ও টিচার কক্ষ নির্মাণের জন্য ৮৯ হাজার ১৪৩ মার্কিন ডলার বা ৭৭ লাখ ১৪ হাজার ২৯৮ টাকা অনুদান প্রদান করবে।

রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দফতরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই অনুদান চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট-এর জাপানি ভাষা-শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করায় জাপানের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জাপানের এই অনুদানের ফলে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন।

Advertisement
Share.

Leave A Reply