fbpx

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন।

সোমবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে এবং এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ থেকেই আগুনের সূত্রপাত, প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৪ টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। প্রথমে আটটি ইউনিট কাজ করলেও পরে আগুন আকার বড় হতে থাকলে আরও ১০টি ইউনিট বাড়ানো হয়। সকাল সাতটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাজারের বেশি ঘর থাকা বস্তির প্রায় শতাধিক পুড়ে গেছে আগুনে।

এদিকে আগুনে যাদের ঘর পুড়ে গেছে তাঁরা সবাই রাস্তায় এসে ভিড় করেছেন। কোন রকমে প্রাণ বাঁচিয়ে বের হয়ে যেতে পারলেও সহায় সম্বল সব পুড়ে ছাই হয়ে গেছে বলে আহাজারি করতে দেখা গেছে বস্তির অনেককেই।

উল্লেখ্য, ছয় মাস আগেই মহাখালীর এই সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ২৩ নভেম্বরের সেই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গিয়েছিল প্রায় আড়াই শতাধিক ঘর।

Advertisement
Share.

Leave A Reply