fbpx

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বিসিবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল।

আজ সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে আহরার আমিনকে।

আগামী ৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে প্রোটিয়া যুবারা। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৯ এবং ১১ জুলাই। প্রথম তিনটি ওয়ানডে আয়োজিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

এরপর রাজশাহীতে ১৪ জুলাই মাঠে গড়াবে চতুর্থ ওয়ানডেতে। সিরিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল-

আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ,পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান, তানভীর আহম্মেদ, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসাইন ইমন ও  মারুফ মৃধা।

Advertisement
Share.

Leave A Reply