fbpx

দাপুটে জয় পেলো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাসুম আহমেদ এবং লিটন কুমার দাসের নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৮ ম্যাচ পর টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের দেখা পেলো বাংলাদেশ। বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাসুম।

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন ওপেনার মুনিম শাহরিয়ার এবং মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। ব্যাটিংয়ে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। ২৫ রানেই হারায় দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং মুনিম শাহরিয়ারের উইকেট। সুবিধা করতে পারেননি সাকিবও। ৪৭ রানে যায় তিন উইকেট।

এক প্রান্তে যাওয়া আসার মিছিল, আরেকপ্রান্ত ধরে রেখে ব্যাট করতে থাকেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। তুলে নেন অর্ধশতক। চার বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে ৪৪ বলে করেন ৬০ রান। শেষদিকে আফিফের ২৪ বল ২৫ ব্যতীত কেউই তেমন সুবিধা করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান।
আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফারুকী এবং ওমরজাই।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের স্পিন ঘূর্ণি বেকাদায় ফেলে আফগানিস্তানকে। মাত্র ২০ রানেই চার উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের ৫ ওভারের মাঝেই উইকেটগুলো হারায় সফরকারী দল। যার সবগুলোই শিকার করেন নাসুম। চার ওভারে মাত্র ১০ রান খরচায় ৮ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মোহাম্মদ নবির দল। শেষ পর্যন্ত ৯৪ রানে অলআউট হয় আগফানিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন নাসুম। এছাড়া শরিফুল নেন উইকেট।

Advertisement
Share.

Leave A Reply