fbpx

দুই সেশনেই শেষ প্রথম দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৫৭ ওভার শেষে চা বিরতিতে দুই দল। চালকের আসনে পাকিস্তান, সংগ্রহটা যে ২ উইকেটে ১৬১। ৬০* রানে অপরাজিত অধিনায়ক বাবর আজম, আজহার আলীর সংগ্রহটাও ৩৬*। কিন্তু চা বিরতির পর মাঠে খেলোয়াড়েরা প্রবেশ করলেও গড়ালো না একটি বলও।

আলোক স্বল্পতার কারণে আম্পায়াররা বাংলাদেশকে দিয়েছিলেন শর্ত; বাকি ওভারগুলো বোলিং করাতে হবে শুধুমাত্রই স্পিনারদের দিয়ে। কিন্তু আম্পায়ারদের দেয়া শর্ত মেনে নিতে নারাজ টাইগার অধিনায়ক মুমিনুল হক; তিনি চান পেস বোলারদের দিয়েই বোলিং করাতে।

দুই সেশনেই শেষ প্রথম দিন
মিরপুরে আলোক স্বল্পতা

অপরদিকে, এই স্বল্প আলোয় পেসাররা বল করলে খেলতে রাজি না সফরকারীরাও। বাধ্য হয়েই খেলা বন্ধ রাখতে হয়েছে আম্পায়ারদের। এবং শেষ অব্দি আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় বিকেল ৪টা ৭মিনিটে প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেছে দুই আম্পায়ার। সাড়ে নয়টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা, কোনো জটিলতা না দেখা দিলে খেলা হবে ৯৮ ওভার।

Advertisement
Share.

Leave A Reply