fbpx

দেশে এলো শিশুদের বিশেষ করোনা টিকা, আগস্টেই শুরু হবে কর্মসূচি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনার টিকার প্রথম চালান দেশে পৌঁছেছে। শনিবার (৩০ জুলাই) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের কিছু টিকা আজকেই এসে পৌঁছেছে। আমরা আগামী মাস থেকেই পরিকল্পনা করে স্কুলভিত্তিক এ টিকা দেওয়া শুরু করব।’

শামসুল হক বলেন, শুরুতে রাজধানীতে টিকা দেওয়া হবে। স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, যারা স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।’

কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এই টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগ আগস্টেই শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জায়গা ও সময় নির্ধারণ করা হবে।

Advertisement
Share.

Leave A Reply