fbpx

দেশে করোনায় একদিনে মৃত্যু ১০ জনের, সুস্থ ৪৭২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১০ জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৪৪৩ জন।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে মৃত ১০জন সহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ। আর একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে  ১২ হাজার ৪৭৫টি। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে, গতকাল রবিবার করোনায় ১৬ জনের মৃত্যু হয়। সেদিন করোনা সংক্রমণ শনাক্ত হয় ৩৬৯ জনের।

Advertisement
Share.

Leave A Reply