fbpx

দেশে করোনা পরিস্থিতি আশংকাজনক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে চলছে শীতের আমেজ। আর শীতের মাঝে সব সময়ই আশংকা থাকে সকল ধরনের রোগ-বালাই বেড়ে যাওয়ার। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ এসে সেই আশংকা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আশংকাজনকভাবে বেড়েছে।

গত একদিনে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে ৭ জন। যেখানে গতকাল এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ১। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭০ জন।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৫০৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন।

এছাড়া, করোনায় একদিনে দেশে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply