fbpx

দ্বিতীয় ওয়ানডেতে একশোর আগেই অলআউট টাইগ্রেসরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একশো রানে আগেই অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেিলয়ার বোলারদের তোপের মুখে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসদের ইনিংস। দলীয় সর্বোচ্চ ২২ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে।

টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ধীরস্থিরভাবে করলেও প্রথম উইকেট পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অজি স্পিনারদের সামনেই মূলত দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

উদ্বোধনী জুটিতে ১৭ রান যোগ করার পর ওপেনার সোবহানা মোস্তারি ফিরে যান মেগান স্কাটের বলে এলিসা হিলির হাতে ক্যাচ দিয়ে। এরপর একে একে ফিরে যান আরও তিন ব্যাটসম্যান। ২৭ রানে চার উইকেট হারানোর পর আবারও ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন রিতু মনি ও ফাহিমা খাতুন। দুজনে গড়েন ২৫ রানের জুটি।

কিন্তু এরপর আবারও ৫২ রানে থাকতেই দুজনে ফিরে যান। ৭৭ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ করেন মারুফা ও নাহিদা। অজি স্পিনাররাই নিয়েছেন নয়টি উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে ৫ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন সোফি মলিনেক্স। এছাড়া দুটি করে উইকেট নেন অ্যাশলি গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়েরহ্যাম।

Advertisement
Share.

Leave A Reply