fbpx

ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে গতকাল সকাল থেকে দুই দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এসব ট্রাকে কাঁচামালসহ বিভিন্ন রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল রয়েছে। পেট্রাপোল বন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজারের (এলপি) বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পেট্রাপোল বন্দরে ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলো।

গতকাল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ধর্মঘট ডাকা সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছে।

জানা গেছে, পেট্রাপোল বন্দরের নতুন ল্যান্ড পোর্ট ম্যানেজার (এলপি) যোগ দেয়ার পর বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কোনো কথা না বলে হঠাৎ করে বিভিন্ন নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ইউনিক কার্ড ছাড়া ট্রান্সপোর্ট কর্মচারী ও ট্রাকচালকরা আইসিপি বন্দরের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ভারতীয় পণ্যবোঝাই প্রতিটি ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে বিএসএফ সদস্যরা ১০ থেকে ১৫ মিনিট ধরে তল্লাশির নামে হয়রানি করছেন। নির্দিষ্ট তথ্য ছাড়াই প্রতিটি ট্রাক এভাবে তল্লাশি করায় আমদানি-রফতানি বাণিজ্যে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন্দর ব্যবহারকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তরফদার এ বিষয়ে জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ওপারে বন্দরের ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন বন্দর ব্যবহারকারীরা আন্দোলন করছেন। তারা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply