fbpx

নকআউটে আর্জেন্টিনা, থাকছে পোল্যান্ডও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারে সবকিছু এলোমেলো হয়ে যায় আর্জেন্টিনার। দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়। গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে, ড্র হলেও উত্তরণ অনিশ্চিত-এমন সমীকরণে আজ পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। তবে সব শঙ্কা তাড়িয়ে দাপটেই পোলিশদের ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে নাম লেখাল আলবিসেলেস্তেরা।

‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শনিবার শেষ ষোলোয় ‘ডি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আজ শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষ খেলেছে উল্টো। পোলিশরা ‘পার্কিং দ্য বাস’ কৌশলে খেলে রক্ষণে ৮/৯ জন খেলোয়াড় প্রহরায় রাখে। তাই বারবার আক্রমণে গিয়েও হতাশ হতে হয় মেসিদের। আক্রমণের ধারাবাহিতায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। ৩৯ মিনিটে মেসির করা সেই স্পট-কিকটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন পোলিশ গোলকিপার। ভালো খেলেও প্রথমার্ধে কোনো গোল করতে সমর্থ হয়নি আর্জেন্টিনা। অবশেষে দ্বিতীয়ার্ধ শুরুর পর প্রথম মিনিটেই ডেডলক ভাঙেন ম্যাক অ্যালিস্টার। এই গোলে উজ্জীবিত আর্জেন্টিনা ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের কল্যাণে পায় দ্বিতীয় গোল। তাতে জয়ও নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় উঠল আর্জেন্টিনা।

তবে হেরেও শেষ ষোলোয় উঠেছে পোল্যান্ড। আজ আরেক ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও লাভ হয়নি মেক্সিকোর। গোল ব্যবধানে সামান্য পিছিয়ে থাকায় বিদায় ঘটে মেক্সিকোর। রোববার শেষ ষোলোয় পোল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে।

Advertisement
Share.

Leave A Reply