fbpx

নতুন ৬ মডেলের পিসি আনলো ওয়ালটন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন ৬ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর।

ওয়ালটনের এই পিসিগুলোতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভসহ আকর্ষণীয় সব কনফিগারেশন। মডেলভেদে ডিভাইসগুলোর দাম দাম ৬৪,৮৫০ টাকা থেকে ৯৭,৫৫০ টাকার মধ্যে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে ডেক্সটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসি বেশি জনপ্রিয়। কারণ এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারি কাজে ল্যাপটপের চেয়ে কাজে বেশি সুবিধা পাওয়া যায়।

ওয়ালটনের কম্পিউটার বিভাগ সূত্র জানায়, মডেলভেদে ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের কোরআই সেভেন, কোরআই ফাইভ এবং কোরআই থ্রি প্রসেসর। পিসিগুলোর উচ্চগতি নিশ্চিতে আরো রয়েছে ইন্টেল এইচ৫১০ চিপসেট, ২৬৬৬ এবং ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ এবং ৭৫০ গ্রাফিক্স। সব মডেলে  ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে কাজ, বিনোদন কিংবা গেমিং হবে আনন্দদায়ক। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারেও আরামদায়ক অনুভূতি পাবেন গ্রাহক।

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা, যা দেয় ঝকঝকে ও প্রাণবন্ত ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা।

সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী ওয়ালটনের ৭৯টি সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

Advertisement
Share.

Leave A Reply