fbpx

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮, আহত ১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা বিবিসি ও এএফপি এ সংবাদ প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, সোমবার (১৫ মার্চ) চারটি গাড়ি তিলাবেরি অঞ্চলের একটি বাজার থেকে লোকজনকে নিয়ে ফেরার সময় বন্দুকধারীরা সেগুলোর ওপর গুলি ছোড়ে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি বলছে, বর্তমানে নাইজারে দু’টি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে। এর একটি পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী অঞ্চলে ও অপরটি দক্ষিণপূর্বে নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।

এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার সরকার বলেছে, ‘বানিবানগৌয়ের সাপ্তাহিক বাজার থেকে চিনেদোগার ও দারেই-দায়ে গ্রামে যাত্রীদের নিয়ে ফেরার সময় অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চারটি গাড়ির গতিরোধ করে। এ ঘটনায় ৫৮ জনের মৃত্যু এবং একজন আহত হন। হামলাকারীরা বেশ কয়েকটি শস্য গুদাম ও দু’টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আরও দু’টি গাড়ি জব্দ করেছে।‘

এ ঘটনায় নাইজার সরকার ‍বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

Advertisement
Share.

Leave A Reply