fbpx

নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ৭৯

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে অন্তত ৭৯ জন। আহত হয়েছে আরও ২০ জন। স্থানীয় সময় শনিবার এই হামলা চালানো হয় বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।

সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে চোমবাঙ্গু ও জারোমদারে গ্রামে এই হামলা হয়। এতে চোমবাঙ্গু গ্রামে নিহত হয় অন্তত ৪৯ জন , আর জারোমদারে নিহত হন আরও ৩০ জন ।

এই দুটি গ্রামেই ২০১৭ সাল থেকে জরুরি অবস্থা চলছিল। হামলার পর পরই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলহাদা।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটিতে প্রায়ই হামলা চালিয় চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস। গেল বছরও দেশটির নাইজেরিয়া ও মালি সীমান্তে বিভিন্ন হামলায় নিহত হয়েছে শতাধিক মানুষ।

Advertisement
Share.

Leave A Reply