fbpx

নাইজেরিয়ায় আবারো বন্দুকধারীদের হামলা, নিহত ৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারো নাইজেরিয়াতে বন্দুকধারীদের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। পৃথক এ হামলায় নিহত হয়েছেন  আটজন এবং আহত আরো চারজন।

মঙ্গলবার (৬ এপ্রিল) নাইজেরিয়ার কাদুনা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সামুয়েল আরুওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে বন্দুকধারীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

সরকারি এই কর্মকর্তা জানান, স্থানীয় কাজুরু ও কচিয়া এলাকায় বন্দুক হামলার ঘটনার কথা জানিয়েছে সেখানের নিরাপত্তা এজেন্সিগুলো। তিনি বলেন, কাজুরু এলাকার কদানি গ্রামের কাদুনা-কচিয়া সড়কে অস্ত্রধারী হামলাকারীরা বাধা সৃষ্টি করে একটি বাস ও একটি ট্রাকে হামলা চালালে সেখানে পাঁচজন নিহত ও আরো তিনজন আহত হয়।

সামুয়েল আরুওয়ান আরো জানান, অপর একটি হামলায় একই সড়কের দোকা আক্সিসে বন্দুকধারীরা বাধা সৃষ্টি করে আরো একটি ট্রাকে গুলি চালালে চালক নিহত হয়।

এদিকে, কচিয়া এলাকায় বন্দুকধারীরা ইনলোও গ্রামে একটি পশুর খামারে হামলা চালিয়ে সেখানে একজনকে হত্যা করে। পাশাপাশি একই এলাকার আকিলবু গ্রামে বন্দুকধারীর গুলিতে একটি গাড়ির দুই যাত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অন্যজন হাসপাতালে চিকিৎধীন অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গত কয়েক মাসে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Advertisement
Share.

Leave A Reply