fbpx

নাইজেরিয়ায় নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৭৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। রবিবার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ তথ্য জানিয়েছেন, এমনটি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানানো হয়।

গত শুক্রবার আনামব্রা রাজ্যের ওগবারু এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। শনিবার দেশটির জরুরি পরিষেবা কর্তৃপক্ষ বলেছে, ওই ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৬০ জন।

রবিবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

তিনি আরও বলেছেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

আনামব্রা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, নাইজেরিয়ার ৩৬ রাজ্যের মধ্যে ২৯টিতেই চলতি বছর ভয়াবহ বন্যা দেখা দেয়। আনামব্রা বন্যাকবলিত এই ২৯ রাজ্যের একটি। বন্যার পানিতে ঘরবাড়ি, শস্য ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে কমপক্ষে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা আফাম ওগেন বলেন, দেশের বাকি রাজ্যগুলোর সঙ্গে আটটি সম্প্রদায়ের যোগাযোগের প্রধান সড়কটি বন্যায় ধসে যায়। এতে কিছু বাসিন্দাকে বাধ্য হয়ে নৌকায় যাতায়াত করতে হয়েছিল।

স্থানীয়ভাবে তৈরি নৌকাটির ১০০ জনের বেশি আরোহী নেওয়ার সামর্থ্য ছিল। নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায় বলেও জানান ওই এলাকার এই অধিবাসী।

Advertisement
Share.

Leave A Reply