fbpx

নাইট ভিশন সানগ্লাস যেমন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যেখানে ঘুটঘুটে অন্ধকার সেখানেও সামান্য কিছু আলো থাকে। সেখানেও ইনফারেড লাইট বা আলট্রাভায়োলেট লাইট—যা সাধারণ খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেখানে দেখতে হলে চাই বিশেষ চশমা। যাকে বলা হয় নাইট ভিশন চশমা।

অল্প আলোর উজ্জ্বলতা বুস্ট করতে চশমা বানানোর চাইতে উজ্জ্বলতা কমানোর চশমা বানানো অনেক সহজ। চশমার লেন্সের উপর আলো আটকাতে পারে এমন কোনো কিছু দিয়ে প্রলেপ দিলেই কাজ শেষ। এভাবেই কাজ করে নাইট ভিশন সানগ্লাস।

নাইট ভিশন সানগ্লাস যেমন

যা সাধারণ খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেখানে দেখতে হলে চাই বিশেষ চশমা। যাকে বলা হয় নাইট ভিশন চশমা। ছবি : সংগৃহীত

নাইট ভিশন চশমা প্রযুক্তি ব্যবহার করে অন্ধকারে অদৃশ্যমান (যেমন- ইনফ্রারেড লাইট) আলোকে সংরক্ষণ করে এবং সে আলোকে বুস্ট করে আলো আরও উজ্জ্বল করে তোলে, যাতে চোখ তা দেখতে পারে।

ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভালো চশমার দোকানে এ গ্লাস পাওয়া যায়। তবে দাম একটু বেশি। এক হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে এ সানগ্লাস পাওয়া সম্ভব।

Advertisement
Share.

Leave A Reply