fbpx

নেদারল্যান্ডসে কারফিউতে সহিংসতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নেদারল্যান্ডসে করোনা মোকাবেলায় রাত্রিকালীন কারফিউর তৃতীয় দিনেও সহিংসতা হয়েছে। মঙ্গলবার রোটারডাম নগরীর বাসিন্দারা কারফিউ বাতিলের দাবিতে বিক্ষোভ করলেও সিদ্ধান্তে অটুট রয়েছে সরকার।

কারফিউ ভঙ্গের অভিযোগে এ পর্যন্ত দেশটিতে আটক করা  হয়েছে ১৮০ জনেরও বেশি মানুষ।

রোটারডামে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক দল বিক্ষোভকারী। লুটপাট চালানোর চেষ্টা করলে হামলাকারীদের থামাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

রোটারডাম ছাড়াও হারলে, আমার্সফুর্ট, জিলিন ও দ্য হেগে সংঘর্ষ হয়েছে। এই সহিংসতাকে  ‘৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দাঙ্গা’ বলে মন্তব্য করেছে পুলিশ।

সহিংসতা থামাতে কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মার্কে রুট।

Advertisement
Share.

Leave A Reply