fbpx

নেপালে নিষিদ্ধ হলো টিকটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নেপালে নিষিদ্ধ করা হয়েছে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক। অ্যাপটির ‘অপব্যবহারে’ সামাজিক সম্প্রীতি ও সদ্ভাব নষ্ট হওয়ার কারণ দেখিয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রেখা শর্মা বলেছেন, গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে টিকটককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিগতভাবে এটি বন্ধ করার জন্য কাজ করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে টিকটক। নিরাপত্তার ঝুঁকির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব দেশ এই পদক্ষেপ নেয়।

নেপালের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,গত চার বছরে নেপালে টিকটক নিয়ে ১ হাজার ৬০০ সাইবার মামলা হয়েছে। নেপালের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পুরুষোত্তম খানাল বলেন, অ্যাপটি বন্ধ করার জন্য নেপালের ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালে টিকটকসহ চীনের তৈরি অন্যান্য অ্যাপের ওপর নিষেধাজ্ঞা দেয় নেপালের প্রতিবেশী দেশ ভারত। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত এই পদক্ষেপ নেয়।
‘অনৈতিক’ ও ‘অশ্লীল’ কনটেন্টের জন্য পাকিস্তানের সরকার অ্যাপটিকে অন্তত চারবার নিষিদ্ধ করেছে।

Advertisement
Share.

Leave A Reply