fbpx

পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফের সারাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন চোখ রাঙালেও পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড গড়লো  বাংলাদেশ। গোটা ডিসেম্বর মাস জুড়ে দেশের উদ্যোক্তারা ৯০ কোটি মার্কিন ডলার বা ৪২ হাজার ১৪০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে।

এর আগে কখনোই এক মাসে এতো পরিমাণ বিশাল অঙ্কের পণ্য রপ্তানি করে নি বাংলাদেশ। গত অক্টোবর মাসে সর্বোচ্চ ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি বলছে, রপ্তানির এ রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। ডিসেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪০৪ কোটি ডলারের বা ৩৪ হাজার ৭৪৪ কোটি টাকার, যা গত বছরের একই অর্থবছরের তুলনায় ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

পরিসংখ্যান আরও বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। সেখানে প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, ডিসেম্বরে রেকর্ড রপ্তানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয়ের পরিমাণ ২৮ শতাংশ বেশি।

এই অর্থবছরে সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। যা অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি।

Advertisement
Share.

Leave A Reply