fbpx

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জটিল শারীরিক ব্যবস্থা সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী। এরা হলেন- সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি।

নোবেল কমিটি মঙ্গলবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য সিউকুরো মানাবে এবং ক্লাউস  হ্যাসেলমানকে এ পুরস্কার দেওয়া হয়। এরা দুজন এ বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক পেয়েছেন।

অন্যদিকে পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কারের জন্য জর্জিও প্যারিসিকে এ সম্মাননা দেওয়া হয়। তিনি নোবেল পুরস্কারের অর্থমূল্যের বাকি অর্ধেক পেয়েছেন।

সিউকুরো মানাবে ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জাপানে জন্মগ্রহণ করেন। ক্লাউস হ্যাসেলমেনের জন্ম ১৯৩১ সালের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে। ১৯৪৮ সালের ৪ আগস্ট ইতালি রোমে জন্মগ্রহণ করেন জর্জিও প্যারিসি।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply