fbpx

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের অনুমতি পেল রেল কর্তৃপক্ষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শুরুর অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। রবিবার রেল কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করে সেতু কর্তৃপক্ষ।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরায় পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল। পরে তারা জাজিরা প্রান্তে পৌঁছে তাদের সিদ্ধান্ত জানান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, ‘যৌথ টিম সেতু পরিদর্শন করেছে। গত ৬ জুলাই প্রকল্প পরিচালক আমাদের চিঠি দেন। ১৬ জুলাই আলোচনা শেষে আজ রেল কর্তৃপক্ষকে কাজের অনুমতি দেয়া হয়েছে। পুরো সেতুটি সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে, শুধু রেল ট্র্যাকটি তাদের আওতায় থাকবে।’

রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, ‘আগামীকাল থেকে কারিগরি বিষয় পরিদর্শন করা হবে। ভাইব্রেশন বেশি হলে পরীক্ষামূলক কাজ করা হবে। তেমন বড় কোনো সমস্যা না থাকলে মূল কাজই শুরু করা হবে। পর্যবেক্ষণের জন্য এক সপ্তাহ সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যন্ত্রাংশ, রেললাইন, স্লিপার মাওয়া ও জাজিরা প্রান্তে রাখা হবে। যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজ শুরু করব। সড়কপথের কোনো বিঘ্ন না ঘটিয়েই আমরা কাজ শেষ করব।’

Advertisement
Share.

Leave A Reply