fbpx

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলায় নিহত হয়েছে এক ফিলিস্তিনি। ক্যালকিলিয়া শহরের উত্তরে সীমান্ত প্রাচীরের কাছে রবিবার এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের নাম নাবিল আহমেদ ঘানেম, বয়স ৫৩ বছর। তিনি পশ্চীম তীরের নাবলুস এলাকার বাসিন্দা।

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই ব্যক্তি সীমান্ত প্রাচীর অতিক্রম করার চেষ্টা করছিলেন। তিনি ছিলেন হাজারো ফিলিস্তিনির মধ্যে একজন যিনি কাজের খোঁজে ইসরায়েল যাওয়ার চেষ্টা করেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপত্তা বেড়া ভাংচুর করায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।’ তবে ঘানেমের কাছে সীমান্ত অতিক্রম করার বৈধ কাগজ-পত্র ছিল কি-না, সে বিষয়ে কিছু পরিস্কার হওয়া যায়নি। ঘানেমের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ কাফার সাবার মির মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

বিভিন্ন মানবাধিকার সংস্থা একে ‘বর্ণবৈষম্যের প্রাচীর’ বলে মন্তব্য করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব আনুযায়ী, চলতি বছরই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি।

Advertisement
Share.

Leave A Reply