fbpx

পানি ও স্যালাইন দিয়ে নকল করোনার টিকা বানাতেন কং

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে কং নামের এক ব্যক্তি পানি ও স্যালাইন দিয়ে নকল টিকা তৈরি করতেন এবং এই টিকা বিক্রি করেও তিনি আয় করেছেন লাখ লাখ ডলার। ওই ব্যক্তিকে গ্রেফতারের পর বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তথ্য সুত্র: বিবিসি

টিকা তৈরির আগে তিনি সত্যিকারের টিকা প্যাকেজিং ও ডিজাইন নিয়ে রীতিমতো গবেষণা চালান। এরপরে ৫৮ হাজারের বেশি নকল টিকার ডোজ বানান কং।

শুধু তাই নয়, তার তৈরিকৃত টিকার একটি চালান বিদেশে পাচারও করেছে কং। কিন্তু সেই চালান কোথায় পাঠানো হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এর আগে একই ধরনের ঘটনায় আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে বলেও জানা যায়।

Advertisement
Share.

Leave A Reply