fbpx

পাহাড়সম বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৪৯০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ লাখ ১৫ হাজার কোটি টাকার ওপরে। রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে এই পাহাড়সম বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।

এর আগের অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৫২৮ কোটি ডলার।

পণ্য আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে বাণিজ্য ঘাটতি অনেকটা বেড়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে আমদানি নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে অর্থনীতি সংকটে পড়বে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৬ হাজার ১৫২ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৩ দশমিক ৮৬ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের এই ৯ মাসে ৪ হাজার ২৭৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩ হাজার ৬৬১ কোটি ডলার আয় করেছেন রপ্তানিকারকরা। যেটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। সে হিসেবে ৯ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৪৯০ কোটি ডলার।

অন্যদিকে প্রবাসীদের আয়েও ভাটা পড়েছে। জুলাই-মার্চ সময়ে প্রবাসীরা দেশে ১ হাজার ৫৩০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ৭৪ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ১৮ দশমিক ৬০ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।

Advertisement
Share.

Leave A Reply