fbpx

পুঁজিবাজারে লেনদেনের সময় কমলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুঁজিবাজারে লেনদেনের সময় ১০ মিনিট কমিয়ে নতুন সূচি ঘোষণা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

যেখানে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টার পরিবর্তে শুরু হবে সাড়ে ৯টায়। আর বেলা আড়াইটার বদলে লেনদেন শেষ হবে ১ টা ৫০ মিনিটে।

বিএসইসির পরিপত্রে বলা হয়, ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ব্যাংকিং লেনদেনের সময় অনুযায়ী পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত নির্ধারণ করে। বাংলাদেশ ব্যাংকও লেনদেনের সময়সীমা পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে দেয়।

Advertisement
Share.

Leave A Reply