fbpx

প্রতিদিন প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ্রীলংকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে আজ ১৮ এপ্রিল থেকে শ্রীলংকায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে চলছে বিক্ষোভ।

গতকাল এ বিষয়ে শ্রীলংকার পাবলিক ইউটিলিটি কমিশনের (পিইউসিএসএল) কাছে এক চিঠিতে অনুমোদন চেয়ে অনুরোধ জানায় দেশটির সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি সেলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি)। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোয় জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

এতে বলা হয়েছে, পিইউসিএলের অনুরোধ অনুমোদন দেয়া হয়েছে। ফলে সোমবার থেকে পরবর্তী তিনদিন ৪ ঘণ্টা ২০ মিনিট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে দুই দফায় এ লোডশেডিং হবে। এর মধ্যে ৩ ঘণ্টা ২০ মিনিট দিনে এবং অবশিষ্ট সময় রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সন্ধ্যা ৬টার আগে এবং রাত ১০টার মধ্যে অন্ধকারে থাকতে হবে দেশটির নাগরিকদের। এ বিষয়ে বিস্তারিত সূচি পিইউসিএসএলের কাছে জমা দিয়েছে সিইবি।

এছাড়া আগামীকাল মঙ্গল ও বুধবারের জন্য ৪ ঘণ্টা ৫০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সেক্ষেত্রে ৩ ঘণ্টা ২০ মিনিট দিনে এবং রাতে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement
Share.

Leave A Reply