fbpx

প্রতিনিধি পরিষদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জানুয়ারিতে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিলে তিনি পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। খবর বিবিসি।

হাউজ ফ্লোরে এক বক্তৃতায় পেলোসি বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনরায় নির্বাচন চাইব না। নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ককাসের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’

৮২ বছর বয়সী পেলোসির দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ওয়াশিংটনে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন পেলোসিকে ‘গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক’ এবং মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হাউস স্পিকার হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পেলোসিকে আমেরিকান ইতিহাসের সবচেয়ে দক্ষ বিধায়কদের একজন বলে অভিহিত করে তার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত পেলোসি ২০০৭ সালে প্রথম স্পিকার হন।

Advertisement
Share.

Leave A Reply