fbpx

প্রতিবছর বাংলাদেশ থেকে ৪ হাজার লোক নেবে গ্রিস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ থেকে প্রতিবছর চার হাজার নতুন কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। সে দেশে কাজ করার জন্য এসব কর্মীদের দেয়া হবে পাঁচ বছর মেয়াদী অস্থায়ী ওয়ার্ক পারমিট। আজ বুধবার ৯ ফেব্রুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী প্যানাইয়োটিস মিতারাচি সই করেন।

এ চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমভিত্তিক কর্মী নেয়া হবে।পরবর্তীতে দুই দেশ আলোচনা করে চাহিদার ভিত্তিতে খাতের সংখ্যা বাড়াবে।

প্রতিবছর বাংলাদেশ থেকে ৪ হাজার লোক নেবে গ্রিস

সমঝোতা স্মারক সইয়ের পর প্রেস ব্রিফিংয়ে গ্রিসের মন্ত্রী জানান, শিগগিরই চুক্তিটি তার দেশের সংসদে অনুমোদন করা হবে। এরপরই এটি বাস্তবায়নের কাজ শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে।

এর মাধ্যমে ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক সই হলো বলে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে তারা ইউরোপের দেশটিতে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ইমরান আহমদ উল্লেখ করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড আহমেদ মুনিরুছ সালেহীন ও গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply