fbpx

প্রতিশোধের অপেক্ষা বাড়ল জুনিয়র টাইগারদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সামনে বিশ্বকাপ, এশিয়া কাপে নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম দুই ম্যাচে নেপাল এবং কুয়েতের বিপক্ষে এসেছে বড় জয়; মঙ্গলবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই অপেক্ষাতেই তো ছিল রাকিবুল হাসানের দল। কারণ, অক্টোবরে লঙ্কানদের কাছেই ৫-০ তে সিরিজ হেরে হতে হয়েছিল হোয়াইটওয়াশ!

টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা; পাওয়ারপ্লেতেই নেই দুই উইকেট! আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন ফিরেছেন চার রানে, আরেক ওপেনার ইফতিখার হোসেনের সংগ্রহ তিন। এরপর প্রান্তিক নওরোজ আর আইচ মোল্লার ব্যাটে প্রতিরোধ। প্রান্তিকের ব্যাট থেকে এসেছে ৪৫, আইচের সংগ্রহ ২৪। ১৯* রানে আরিফুল ইসলাম আর ২৭* রানে মোহাম্মদ ফাহিম ব্যাটিং করছিলেন, এমন সময়েই বন্ধ করে দেয়া হয় খেলা। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৩০।

এরপর আর মাঠে গড়ায়নি ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুইট করে জানিয়েছে ম্যাচ বন্ধ করার কারণ। দুই ম্যাচ অফিশিয়ালের এসেছে করোনা পজিটিভ, তাদের সংস্পর্শে থাকা প্রত্যেককেই থাকতে হবে আইসোলেশনে। খেলা বন্ধ হয়ে গেলেও দুই দলের পয়েন্টস টেবিলে যোগ হয়েছে সমান এক পয়েন্ট।

Advertisement
Share.

Leave A Reply