fbpx

প্রাথমিক বৃত্তি বাতিল, এসএসসি পরীক্ষা ১৭ আগস্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্ধারিত ১৭ আগস্টেই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার (৮ আগস্ট) শিক্ষামন্ত্রী দিপু মনি এ কথা জানিয়েছেন।

এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে । তার পরিবর্তে বিদ্যালয়কে ভিন্ন আঙ্গিকে ও বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে এমনটাই জানানো হয়েছে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ছাড়াও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।

করোনার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও এই ধরনের পরীক্ষা নেওয়া কথা রাখা হয়নি। তবে গত বছরের শেষ দিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এ নিয়ে তখন বেশ সমালোচনা হয়। তারই ধারাবাহিকতায় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সেখান থেকে সরে এল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply